সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাম জোট এবং স্বতন্ত্র জোট বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্যানেল ঘোষণা করে।
চাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদলের ভিপি প্রার্থী করা হয়েছে চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে। তার সঙ্গে জিএস প্রার্থী হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন। আর ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক এ প্যানেলের এজিএস পদপ্রার্থী।
ইসলামী ছাত্র শিবির সমর্থিত "সম্প্রীতির শিক্ষার্থী জোট” প্যানেলের প্রার্থীরা হলেন: সহসভাপতি (ভিপি) মো: ইব্রাহীম হোসেন রনি (ইতিহাস বিভাগ, এমফিল), সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব (ইতিহাস বিভাগ, স্নাতকোত্তর) এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) সাজ্জাদ হোসন মুন্না (ফিন্যান্স বিভাগ, স্নাতকোত্তর)। চাকসুতে শিবিরের প্যানেলে ৫ জন নারী, ১ জন হিন্দু।
‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে সহসভাপতি (ভিপি) পদে ছাত্র আন্দোলন চবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখার বর্তমান সভাপতি আব্দুর রহমান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখার সেক্রেটারি আমিনুল ইসলাম রাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জোটবদ্ধ প্যানেল ঘোষণা করেছে ১১ টি বাম সংগঠন। ‘বৈচিত্র্যের ঐক্য’ শিরোনামের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম জসিম মনোনয়ন পেয়েছেন।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন নামে প্যানেল ঘোষনা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে আর এম রশিদুল ইসলাম দিনার, এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌসকে মনোনীত করা হয়েছে।
অন্যদিকে বাগছাস চাকসুতে কোনো প্যানেল দিচ্ছে না। আলোচিত ছাত্রনতা খান তালাত মাহমুদ রাফি এবং আল মাশনূন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এমএইচ/