শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৫ রবিউস সানি ১৪৪৭


খালে ভাসছিল নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ইয়াছিন আরাফাত (১৩) সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। সে সাতকানিয়া পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহত আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় না ফেরায় আমরা পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত হই- ভাসমান লাশ আমাদের আরাফাতের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, পৌরসভার চরপাড়ার খালে ভাসমান এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ