বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ হাফেজা/আলেমা শিক্ষিকা নিয়োগ দিচ্ছে আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের: ইবনে শাইখুল হাদিস সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫ অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ ফুজাইল: শরীয়তপুর থেকে

আগামী ৬ ডিসেম্বর শনিবার বাদ আসর থেকে হাজী শরীয়তুল্লাহ রহ.-এর ম্মৃতিধন্য শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী বড়াইল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাদরাসার সভাপতি মাওলানা খন্দকার মহিউদ্দীন আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওলাদে রাসূল হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ ফয়সাল নাদীম (পাকিস্তান)। দেশের প্রখ্যাত ওয়ায়েজগণ উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি ও উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, উসমানিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিউল্লাহ খান, মাহমূদিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, মাওলানা শাব্বীর আহমাদ উসমানী, উসমানিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও জামি‘আ মুনাওয়ারাহ ঢাকার প্রিন্সিপাল মুফতী আফজাল হুসাইন, মারকাযুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইদরীস কাসেমী, ইকরা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা নাঈম আব্বাসী প্রমুখ।

মাহফিলের কার্যক্রম সম্পর্কে মাদরাসার মুহতামিম ও সেক্রেটারী মুফতী আ ফ ম আকরাম হুসাইন বিন আব্দুল হাই মুন্সী জানান, মাহফিল মূলত দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে- সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে ওয়াজ-নসীহত। আর দ্বিতীয় ও মূল পর্ব- বিকাল থেকে গভীর রজনী পর্যন্ত সর্বস্তরের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বয়ান।

সকালে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও গাউসিয়া মার্কেট জামে মসজিদ, ঢাকার খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া, বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, খ্যাতিমান ওয়ায়েজ, মারকাযুদ্দীন ঢাকার মুহতামিম ও চান সাদেক জামে মসজিদের খতীব, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, বড়াইল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বশীর আহমাদ প্রমুখ।

বাদ আসর বয়ান করবেন, বড়াইল মাদরাসা মসজিদের খতীব, হযরত মাওলানা মুফতী তাফাজ্জুল হক, বাদ মাগরিব বয়ান করবেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, উদীয়মান তরুণ আলেম মাওলানা মাহমূদ সালীম আইয়ূবী ঢাকা। এশার নামাজের পর বয়ান করবেন, আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফীজুর রহমান শরীয়তপুরী, এরপর বয়ান রাখবেন, খ্যাতিমান ওয়ায়েজ রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া শারিফিয়া আরাবিয়ার শিক্ষক ও বায়তুস সালাম জামে মসজিদ লালবাগ ঢাকার খতীব মুফতী দিলাওয়ার হুসাইন আশরাফী।

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করে আখেরী বয়ান ও দোয়া করবেন, পাকিস্তান থেকে আগত, বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ ফয়সাল নাদীম। ঢাকা, শরীয়তপুরের শতাধিক ওলামায়ে কেরাম ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নর-নারী উক্ত মাহফিলে উপস্থিত হবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ