বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭


গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনী পরিবেশ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কথা বললেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জনাব হাবিবুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার। তিনি নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মুফতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, কাশিয়ানী উপজেলা শাখার সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিনসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ।

পুলিশ সুপার জনাব হাবিবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর। নির্বাচনে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই গোপালগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জেলার সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ