বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজানে ৫১টি দেশে ১২ লাখ মানুষ বিনামূল্যে ইফতার পাবেন ঢাকা-৫ আসনে রাতভর হাতপাখার ব্যানার সাঁটানোর কর্মসূচি ফেনীতে ইমাম সম্মেলন, গণভোটের প্রচারে ইমামদের সহযোগিতা কামনা  লন্ডনে গোলটেবিল আলোচনা, ধানের শীষ ও খেজুর গাছের বিজয় নিশ্চিতের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাঁড়িপাল্লার কর্মীদের হামলা, কঠোর ব্যবস্থার দাবি দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়? কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই: আল-হাইআতুল উলয়া

কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে আগামী ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতি ও শুক্রবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ১০তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এ উপলক্ষ্যে স্থানীয় ধর্মপ্রাণ জনতার মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সম্মেলনের আয়োজন করা হয়েছে কোনাবাড়ীর ৯নং ওয়ার্ডস্থ মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, যেখানে দেশ-বিদেশের খ্যাতিমান শায়খ ও আলেমগণ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন।

প্রথম দিন, অর্থাৎ ১১ ডিসেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন- মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ড. সৈয়দ নাসির বিল্লাহ আল মাক্কি (সৌদি আরব), মুফতি রেজাউল করিম আবরার, মুফতি নুরুল ইসলাম এবং মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ইসলামী শিক্ষার বিকাশ, নৈতিকতা, উম্মাহর ঐক্য ও আধুনিক সময়ে ধর্মীয় জ্ঞানের প্রয়োগ নিয়ে তারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর সমাবেশের মঞ্চে উঠবেন- শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা শাহ ফয়সাল নাদিম (পাকিস্তান), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মাসউদুল করিম ও মাওলানা সৈয়দ শফিকুর রহমান। উম্মাহর বর্তমান সংকট, বিশ্ব পরিস্থিতি, শিক্ষা সংস্কার এবং আলেম-ওলামার দায়িত্ববোধ নিয়ে তারা গবেষণামূলক আলোচনা উপস্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিটি।

সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কোনাবাড়ী উলামা পরিষদের সভাপতি মুফতি ফরিদ উদ্দিন রাহমানী। দাওয়াত ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক মুফতি শেখ বেলাল মাহমুদী। উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক মাহফিল ইসলামী চেতনা পুনরুজ্জীবন, সমাজ সংস্কার ও দীনি মেহনতের ধারাকে আরও গতিশীল করছে।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন। তাদের বিশ্বাস—বৃহৎ এই সম্মেলন চিন্তা–চেতনা ও আমল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে শান্তি–সম্প্রীতি প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ