বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে আগামী ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতি ও শুক্রবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ১০তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এ উপলক্ষ্যে স্থানীয় ধর্মপ্রাণ জনতার মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সম্মেলনের আয়োজন করা হয়েছে কোনাবাড়ীর ৯নং ওয়ার্ডস্থ মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, যেখানে দেশ-বিদেশের খ্যাতিমান শায়খ ও আলেমগণ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন।

প্রথম দিন, অর্থাৎ ১১ ডিসেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন- মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ড. সৈয়দ নাসির বিল্লাহ আল মাক্কি (সৌদি আরব), মুফতি রেজাউল করিম আবরার, মুফতি নুরুল ইসলাম এবং মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ইসলামী শিক্ষার বিকাশ, নৈতিকতা, উম্মাহর ঐক্য ও আধুনিক সময়ে ধর্মীয় জ্ঞানের প্রয়োগ নিয়ে তারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর সমাবেশের মঞ্চে উঠবেন- শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা শাহ ফয়সাল নাদিম (পাকিস্তান), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মাসউদুল করিম ও মাওলানা সৈয়দ শফিকুর রহমান। উম্মাহর বর্তমান সংকট, বিশ্ব পরিস্থিতি, শিক্ষা সংস্কার এবং আলেম-ওলামার দায়িত্ববোধ নিয়ে তারা গবেষণামূলক আলোচনা উপস্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিটি।

সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কোনাবাড়ী উলামা পরিষদের সভাপতি মুফতি ফরিদ উদ্দিন রাহমানী। দাওয়াত ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক মুফতি শেখ বেলাল মাহমুদী। উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক মাহফিল ইসলামী চেতনা পুনরুজ্জীবন, সমাজ সংস্কার ও দীনি মেহনতের ধারাকে আরও গতিশীল করছে।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন। তাদের বিশ্বাস—বৃহৎ এই সম্মেলন চিন্তা–চেতনা ও আমল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে শান্তি–সম্প্রীতি প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ