বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭


হবিগঞ্জে বৃত্তি পরীক্ষায় অংশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, মহাসড়কে যানজট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রতিবাদে হবিগঞ্জের বাহুবলে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল কলেজ গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে উপজেলার প্রায় ২৪টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, পরিচালক ও অভিভাবক অংশ নেন।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সালেহ আহমেদ আবিদ। এ সময় বক্তব্য দেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, মাতৃচায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিভাবক আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া ও মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম. সামছু উদ্দিন।

মানববন্ধন শেষে প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

কর্মসূচি চলাকালীন সময়ে মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ