রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে মাওলানা কিফায়তুল্লাহ শফিকের খোলা চিঠি ৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্নের আশা: ড. আলী রীয়াজ

স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে মাওলানা কিফায়তুল্লাহ শফিকের খোলা চিঠি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া-টেকনাফে ছড়াতে থাকা অজানা রোগ সম্পর্কে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের গবেষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে খোলা চিঠি দিয়েছেন কক্সবাজারের অন্যতম শীর্ষ আলেম মাওলানা কিফায়তুল্লাহ শফিক। তার সেই খোলা চিঠিটি নিচে হুবহু তুলে ধরা হলো-
মহোদয়, আশা করি আপনি সুস্থ ও সুন্দরভাবে দেশ ও জনগণের সেবা করে চলেছেন। আমি অধম মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক, সম্পাদক ও প্রকাশক জাতীয় মাসিক আল-আবরার ও দৈনিক সাগরদেশ কক্সবাজার-এর পক্ষ থেকে আপনাকে এই আবেদন জানাচ্ছি।

সম্প্রতি কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ অঞ্চলে একটি অজানা রোগ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। রোগের উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বর, গাঁট-গাঁটে বিষাক্ত ব্যথা এবং অসুস্থতার দীর্ঘায়িত প্রভাব। উদ্বেগজনক বিষয় হলো, অনেকে সুস্থ হওয়ার পরও বারবার এই রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় চিকিৎসকরা এখনো রোগটির প্রকৃত কারণ নির্ণয় করতে পারেননি, ফলে নির্দিষ্ট কোনো চিকিৎসা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে এবং রোগটি অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে তা জাতীয় জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকট হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থায়, জাতীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত এই রোগের উৎস, এবং যথাযথ পদ্ধতি নির্ধারণে উচ্চপর্যায়ের মেডিকেল গবেষণা এবং বিশেষজ্ঞ দল পাঠানো একান্ত জরুরি।

অতএব, এই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ, গবেষণা কার্যক্রম শুরু এবং আক্রান্ত এলাকায় মেডিকেল টিম প্রেরণের জন্য আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আশা করি আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ