শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কিশোরগঞ্জে শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

বাড়ছে শীতের প্রকোপ। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। এমন সময়ে অসহায়, দুস্থ ও দিনমজুর শীতার্তের পাশে দাঁড়িয়েছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলচিয়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি।এসময় কিশোরগঞ্জ প্রতিনিধি মুফতি কাউসার আইয়ুবের তত্ত্বাবধানে ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।

মুফতি কাউসার আইয়ুব বলেন, শীতের কারণে ক্রমেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিক্সা চালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমাদের এ উদ্যোগ।

উপস্থিত ছিলেন স্থানীয় মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক, শিক্ষক মাওলানা মুনসুরুল হক, জনাব আইয়ুব আলী প্রমুখ।

এর আগে উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় কম্বল, চাদর, শীতের টুপি, মশারি বিতরণ করার কর্মসূচি গ্রহণ করে ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন:

প্যাকেজসমূহের মধ্যে রয়েছে:  কম্বল- ৪৮৫ টাকা, মশারী- ২৫০ টাকা, শীতের টুপি ও চাদর- ২৭৫ টাকা।

নগদ: 01920781792, বিকাশ: 01643-784193, বিকাশ: 01670120537।

ব্যাংক একাউন্ট: তাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ চলতি হিসাব নং-০২১১২২০০০০৮৫২
আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ