সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে লাগবে অনুমতিপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে দর্শনার্থীদের জন্য অনুমতিপত্র বা কার্ডের নিয়ম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিবেশ শান্ত রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে প্রতিষ্ঠানে প্রবেশের আগে নির্দিষ্ট নিয়ম মেনে কার্ড সংগ্রহ করে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।

দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি ইসলামের আদর্শিক দূর্গ এবং আলোকিত মানুষ তৈরির প্রাঙ্গণ। উপমহাদেশে ইসলামের ইমান-আমল রক্ষায় এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। এটি গত কয়েক শতক ধরে মুসলিম উম্মাহকে জ্ঞান ও দীক্ষা প্রদান করে আসছে, জন্ম দিয়েছে বহু আলেম, মুজাহিদ ও প্রভাবশালী মনীষী।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য কিছু নিয়মাবলি মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে-

১. প্রবেশের জন্য মাদরাসার অফিস থেকে কার্ড সংগ্রহ ও নির্ধারিত তথ্য পূরণ করতে হবে।
২. গেটে প্রবেশকালে পরিচয়পর্ব সম্পন্ন করে অনুমতিপত্র জমা দিতে হবে।
৩. নারীদের সাথে মাহরাম থাকা এবং শরয়ী পর্দা রক্ষা করা আবশ্যক।
৪. ভেতরে ছবি তোলা, ভিডিও ধারণ, টিকটক বা রিল ভিডিও তৈরি এবং ছাদে উঠা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. দর্শনার্থীরা সর্বাধিক দু’ঘণ্টা অবস্থান করতে পারবেন এবং সন্ধ্যার আগে মাদরাসা ত্যাগ করতে হবে; সন্ধ্যার পর প্রবেশ নিষিদ্ধ।

প্রতিদিন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ এই ঐতিহাসিক মাদরাসায় ভ্রমণ করেন। আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী লাইব্রেরি, আকাবিরদের মাকবারা, শত শত বছরের পুরোনো গ্রন্থভাণ্ডার।

মাদরাসা কর্তৃপক্ষের এই নতুন নিয়ম দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানটির পবিত্র পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ