সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

শরয়ী তওবা না করা পর্যন্ত মাওলানা সাদের সঙ্গে সম্পর্ক নাই: মুফতী জাফর আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম দেশের বিশিষ্ট আলেম ঢালকানগর পীর মুফতী জাফর আহমাদ বলেছেন, ‘শরয়ী তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সঙ্গে, দাওয়াত ও তাবলিগের সঙ্গে মাওলানা সাদের কোনো ধরণের সম্পর্ক নাই। আমাদেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নাই’।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে চলা ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাসম্মেলনে সভাপতিত্ব করেছেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় মহাসম্মেলন চলবে দুপুর একটা পর্যন্ত।  

ঢালকানগর পীর সাহেব বলেন, ‘কেউ কেউ বলে যে, তিনি নাকি দেওবন্দে তওবনামা পাঠিয়েছেন। মনে রাখবেন তাওবার জন্য তিনটি শর্ত। এক- নিজের করা কৃতকার্যের জন্য লজ্জিত হওয়া। দুই- যে কাজ করেছে তা সঙ্গে সঙ্গেই ছেড়ে দিবে। তিন- এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাজে কাজ আমি আর জীবনে কোনো দিন করব না। ’

‘আমাদের মুরব্বিদের তাহকিক, তিনি তওবা করেছেন, কিন্তু যা আগে ছিল আবার পরের মজলিসেও তাই করে বসেছেন। এ ধরণের তাওবা শরীয়তে গ্রহণ যোগ্য না। অতএব, শরয়ী তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সঙ্গে, দাওয়াত ও তাবলিগের সঙ্গে মাওলানা সাদের কোনো ধরণের সম্পর্ক নাই। আমাদেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নাই।’-বলেন তিনি।  

মুফতী জাফর আহমাদ বলেন, ‘ওলামায়ে কেরাম যা ফয়সালা দিবেন আমি তাদের সঙ্গে একমত হতে এখানে এসেছি। মাওলানা সাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। তার সঙ্গে আমাদের দুশমনির একটা কারণ, তা হলো তিনি শরীয়ত তথা কুরআন ও হাদিসের অনুযায়ি আহলে হক ওলামায়ে কেরামদের সাথে নেই। আমাদের আকাবিরীনদের সাথে নাই। ভিন্নমত অবলম্বন করে চলছেন তিনি। 'মান শায্যা শুয্যা'। ভিন্ন মত অবলম্বন করলে যার যা হয়, তা তার হয়েছে।’

তিনি বলেন, ‘অতএব, তার ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত, যত দিন না পর্যন্ত তিনি শরয়ী তওবা না করবেন, ততো দিন কোনো আপস করতে আমরা রাজি নই’।

মহাসম্মেলনে বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন- আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুফতি মহাম্মদ ফয়জুল্লাহ (মুহতামিম, মাদানীনগর মাদরাসা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি নুরুল আমীন (পীর সাহেব খুলনা),  জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা ইমদাদুল্লাহ, মুফতী জসীমুদ্দিন (হাটহাজারী মাদরাসা)। 

আরো রয়েছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (বৃহত্তের ময়নসিংহের ইত্তেফাকুল ওলামার সভাপতি), মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (মুহতামিম, সাভার ব্যাংক কলোনী মাদরাসা), ক্বারী আহমাদ বিন ইউসুফ, লন্ডন দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী ও মাওলানা ইসমাইল নূরপুরী, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী (পীর সাহেব উজানী), সাভার যাদুরচর মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর কাসেমী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী (লালবাগ মাদরাসা), মাওলানা মুহাম্মদ (আল্লামা আব্দুল রহমান হাফেজ্জীর ছেলে মুহতামিম, মাখযানুল উলুম মাদরাসা ময়মনসিংহ),  মাওলানা লোকমান মাজহারী, সিলেট রেঙ্গা মাদরাসার শাইখুল হাদিস মুফতি মকবুল হুসাইন, মাওলানা জাবের কাসেমী, মাওলানা আব্দুল হক, মাওলানা ইউনুস, মাওলানা নুরুল হক, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মেরাজুল হক কাসেমী, মুফতী মুহিউদ্দিন মাসুম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ