শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ।। ১৭ কার্তিক ১৪৩১ ।। ৩০ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
‘প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে’ মৌলভীবাজারে জাতীয় পার্টির বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা সোহরাওয়ার্দী উদ্যানে ৫ নভেম্বর মহাসম্মেলন সফলের ব্যাপক প্রস্তুতি রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্য: মাওলানা ইমতিয়াজ আলম ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি গণভবন স্মৃতি জাদুঘর জনগণের ‘পেইন ও গ্লোরি’ ধারণ করবে পশ্চিমা আগ্রাসন প্রতিরোধে মোহাম্মদপুরে মানববন্ধন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফির পদত্যাগ হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার অপহরণের চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র রমজানের

ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন: মাওলানা আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে নেট ‍দুনিয়া উত্তাল হয়ে আছে। কোকাকোলাকে ইসরায়েলী পণ্য আখ্যা দিয়ে ঝিমিয়ে পড়া বয়কটের আওয়াজ তোলা হচ্ছে আরও জোড়ালোভাবে। বিজ্ঞাপনে অভিনয়কারীদের নিয়েও চলছে তুমুল সমালোচনা। কোকাকোলা বয়কটের আহ্বানে নানা ভিডিও কন্টেন্টও তৈরী হয়েছে ও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রসঙ্গে নানা জনে নানা লেখা, ভিডিও পোস্ট করছেন।

এবার মুখ খুলেছেন বিশিষ্ট প্রবাসী আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি কোকাকোলসহ ইসলাম বিদ্বেষী সকল পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে’।

আজ মঙ্গলবার (১১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন।

সম্প্রতি প্রকাশিত কোকাকোলার বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে’।

মাওলানা আজহারী আরও বলেন, ‘যে কোন আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউত ‘।

তিনি বলেন, ‘বর্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ