শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

সিরিয়ার প্রতি আরব বিশ্বের নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার প্রতি আরব বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ রোববার মিউনিখ নিরাপত্তা ফোরামে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আরব বিশ্ব থেকে সিরিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কোনো কাজে আসছে না। আমাদের বরং দামেস্কের সঙ্গে আলোচনার চেষ্টা করা উচিত। বিশেষ করে মানবাধিকার ইস্যু ও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে।

সিরিয়ায় একযুগ ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশ বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থন করছে। বর্তমানে এ দৃষ্ঠিভঙ্গি পাল্টানোর ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, শুধু উপসাগরীয় দেশগুলো নয় বরং আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে। সিরিয়ার বিরুদ্ধে চলমান অবস্থান কার্যকর হচ্ছে না। রাজনৈতিকভাবে সর্বোচ্চ সমাধানের পথ ছাড়াই বর্তমানে আরেকটি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। এতে পার্শ্ববর্তী দেশগুলোতে সিরীয় শরণার্থী সমস্যা, সাধারণ নাগরিকদের দুর্ভোগ বিশেষ করে ভূমিকম্পের পর আক্রান্তদের দুর্ভোগকে চিহ্নিত করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে আমাদের দামেস্কের সরকারের সঙ্গে এমনভাবে আলোচনা করা উচিত যাতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো অর্জন করা যায়। বিশেষ করে মানবিক কারণ ও শরণার্থীদের প্রত্যাবর্তন ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ