আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো এক যাত্রী আহত হন।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর সখিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সরকার বাজার এলাকার দুদু মিয়ার পুত্র সালাহ উদ্দিন (৩৫) এবং অটোরিকশাচালক শাসন গ্রামের রমজান আলীর পুত্র আলী আকবর (৩৪)।
জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশাটি সকিনা সিএনজি স্টেশনের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই রাকিব-বিন ইসলাম জানায়, সকাল বেলা ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সিএনজিটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
টিএ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        