শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


সরকারী কাজের কন্ট্রাক্ট নিয়ে লাভ্যাংশ নেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কন্ট্রাক্ট বা চুক্তির ভিত্তিতে সরকারী বা বেসরকারী কাজ করা হয়। সেখানে ঠিকাদারী করা বা ঠিকাদারীর মাধ্যমে টাকা ইনকাম করার বিষয়ে দেওবন্দের ওয়েব সাইটে ফতোয়া চাওয়া হয়েছে।

প্রশ্ন: সরকারি ভবন হোক বা রাস্তা, সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করে। কিন্তু ঠিকাদাররা সেই টাকা থেকে কিছু সঞ্চয় করে যা তাদের উপার্জন হিসেবে গণনা করা হয়।

তিনি যত টাকা দিয়ে কাজটা শেষ করতে পারেন, এরপর বাকি টাকা তার লাভ্যাংশ হিসেবে নেন। সে ইচ্ছে করলে পুরো টাকা এ কাজে খরচ করতে পারতো। এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে এ ধরনের উপার্জনের হুকুম কী?

উত্তর নং: ৬০৯৮০৩ ফতোয়াঃ ৮৫৪-৭১৬/বি=০৭/১৪৪৩

এ ধরনের ঠিকাদারদের উপার্জন অবৈধ ও হারাম, এটা বিরাট বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতাকৃত অর্থ সঞ্চয় করা এবং তা নিজের কাজে ব্যবহার করা একেবারেই হারাম ও নাজায়েজ। আর আল্লাহই ভালো জানেন।

সূত্র: দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইট লিঙ্ক

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ