রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা ভিন্নমত থাকতে পারে, সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ : রিজভী বাংলাদেশি হাইকমিশনে হামলার হুমকি নিয়ে যা বলল ভারত  আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই ‘আরবি কেবল ভাষা নয়, সমৃদ্ধ সভ্যতার বাহক’ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইবনে শাইখুল হাদিস

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচনের রূপরেখা আরও সুস্পষ্ট হবে। তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।”

বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল, যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। তবুও জনগণের ভোগান্তি বিবেচনায় স্থানীয় সরকার পুনর্গঠন করে নির্বাচন আয়োজন জরুরি ছিল।

বাজেট বৈষম্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যেই এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শিক্ষার্থীরা তখন বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যা সমাধানে দুটি বাস প্রদানের দাবি জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ