বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকীর ইন্তেকাল, ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

৭৫ বছর বয়সী শাহজাহান সিদ্দিকী ৩ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পাদন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকীর (বীর বিক্রম) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সভাপতি মোঃ ফরিদুল হক খান ও ধর্ম সচিব কাজী এনামুল হাসান, এনডিসি।

শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও এ বীর মুক্তিযোদ্ধা দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে গেছেন। দেশ মাতৃকার কল্যাণে নিবেদিত এই সূর্য সন্তানের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ