জামিয়া দারুস সুন্নাহ মীরবাগ কওমী মাদরাসায় মুহতামিম আবশ্যক
অক্টোবর ২৫, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন জামিয়া দারুস সুন্নাহ মীরবাগ কওমী মাদরাসায় মুহতামিম নিয়োগ দেয়া হবে।

জামিয়া দারুস সুন্নাহ মীরবাগ কওমি মাদরাসায় পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মুহাক্কিক আলেম নিয়োগ দেয়া হবে। দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাবাদি পড়ানোর যোগ্যতাসহ ইহতিমামের দায়িত্ব পালনে পারদর্শী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, মাওলানা, মুফতি সনদধারী হতে হবে। আবেদনকারীকে দাওরায়ে হাদিস ও ইফতায় ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনকারীকে ৫-১১-২০২২ তারিখের মধ্যে যোগ্যতার সনদপত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, যোগাযোগের ফোন নম্বর ও ইমেইল নম্বরসহ আবেদন করতে হবে। জামিয়া দারুস সুন্নাহ মীরবাগ মাদরাসা। ১/এফ/৩ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭।

যোগাযোগ: 01714483132, 01680118732

-এটি