বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

বাইতুল্লাহ পরিস্কার করেন ৪ হাজার স্বেচ্ছাসেবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু সাঈদ: সৌদি আরব সরকার মসজিদুল হারামের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ মর্যাদাপূর্ণ ঘরকে পরিস্কার রাখতে ৪ হাজার জন স্বেচ্ছাসেবক কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

হারামাইন শরীফাইনের জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যান্টি-ইনফেকশন জানিয়েছে, মসজিদে হারামের পরিচ্ছন্নতাকারীদলগুলো দিনে দশবার বায়তুল্লাহ ও মসজিদে হারাম পরিষ্কার করে। এ সময় মসজিদে হারামের আঙিনাসহ অন্যান্য স্থানগুলোও পরিষ্কার করা হয়ে থাকে।

পরিচ্ছন্নতা কর্মীরা অত্যন্ত যত্নের সাথে মসজিদ হারামের কোণ এবং সংকীর্ণ স্থানগুলিও পরিষ্কার করেন। মসজিদে হারামে বিছানো কার্পেট পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়। সেরা সুগন্ধি ব্যবহার হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। জীবাণুনাশক স্প্রেকারী কর্মীরা মসজিদ হারামের পুরো মেঝে, প্রবেশপথ ও প্রস্থানপথ পরিচ্ছন্ন করে। এ সময় মসজিদের ওয়াশরুমও পরিষ্কার করা হয়।

মসজিদে হারামের কার্পেট পরিষ্কারের দায়িত্বে থাকা জাবির আল-দাওয়ানি বলেন, হাজরে আসওয়াদ পরিষ্কারের মধ্য দিয়ে মসজিদ হারামের পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। স্বেচ্ছাসেবকরা পরিষ্কার করার জন্য চারটি চামড়ার ওয়াইপার ব্যবহার করে। পানি দিয়ে ধোয়ার পর মসজিদের মেঝে শুকানো হয়।

আল-দাওয়ানি বলেন, পরিচ্ছন্নতার কাজে জন্য ব্যবহৃত সকল সরঞ্জাম ব্যবহারের পর পরিষ্কার করে মসজিদের বেসমেন্টে নির্ধারিত স্থানে রাখা হয়। মসজিদ হারাম এবং এর মেঝে পরিষ্কার করার প্রক্রিয়া মাত্র বিশ মিনিটে সম্পন্ন করা হয়। সূত্র: আল আরাবিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ