বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

একটি ছবি, অনেক শিক্ষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আলী হাসান তৈয়ব ||

গতকাল স্কুল থেকে ফেরার পথে নিজেরটার সঙ্গে দুই সহোদর বোনের ব্যাগ বহন করে সৌদি শিশু মিশআল বদর শাহরানি পুরো আরববিশ্বের প্রশংসায় ভাসছে। আসির প্রদেশের শিক্ষাবিভাগ আজ তাকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।

এক. প্রতিটি শিশু স্বভাবধর্ম তথা একত্ববাদ ও ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। শিশুদের স্বভাব যদি পরিবার ও সমাজ নষ্ট না করে দেয়, তাহলে তাদের মাধ্যমে ইসলামের শ্বাশত সৌন্দর্যগুলো এভাবেই প্রকাশ পাবে।

দুই. পারিবারিক শিক্ষাই আসল শিক্ষা। পরিবারের শিক্ষা সঠিক হলে তারাই আদর্শ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।

তিন. পুরুষকে আল্লাহ নারীর জন্য দায়িত্বশীল বানিয়েছেন। এটা কর্তৃত্ব নয়, অভিভাবকত্ব। নারীর প্রকৃতি এবং পৃথিবীর স্থিতি ও শান্তি বজায় রাখার স্বার্থে এর বিকল্প নেই।

চার. ইসলামে পুরুষের অবধারিত কর্তব্য নারীকে সম্মান দেওয়া। বিপরীতে যারা ইসলামের বিভিন্ন বিধানের অপব্যাখ্যা করে নারীকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়, বাস্তবতা হলো, তারা দিন শেষে নারীকে ভোগ্যপণ্য ছাড়া কিছুই ভাবে না।

পাঁচ. ভালোকে উৎসাহিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আসির প্রদেশের শিক্ষাবিভাগ বদর শাহরানিকে পুরস্কৃত করে সে দায়িত্বটিই পালন করছে। আমাদেরও উচিত এভাবে ভালো কাজকে উৎসাহিত করা।

বি. দ্র. সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে বাচ্চাগুলোর চেহারা দেখতে চাইছিলেন। আসির শিক্ষাবিভাগ ওদের ছবি প্রকাশ করেছে

May be an image of 3 people, child, people standing and indoor

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ