
রোজার উদ্দেশ্য তাকওয়ার আলো প্রজ্বলিত করা: মুফতি তাকি উসমানি
শাহিনুর মিয়া ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে… ...
আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেতের কুড়াতলীতে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে মাসিক ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাদ মাগরিব শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইসলাহী ইজতেমায় নসীহত পেশ করবেন, হারদুয়ী রহ. ও পীর যুলফিকার আহমদ নকশবন্দীর খলিফা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।
যাতায়াত: ঢাকার যেকোন জায়গা থেকে কুড়িল বিশ্বরোড নেমে পূর্ব দিকে ৪০০ গজ, কুড়াতলী বাজার। সেখান থেকে আল-হেরা টাওয়ারের ২য় তলায়।
-এএ