রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্ব ইজতেমা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগের শুরায়ি নেজাম ঘূর্ণীঝড় মেলিসায় ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা সচিবালয়ে ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দল পঞ্চগড়ে বন্ধ হাসপাতাল চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা সহায়তা অবশেষে শাপলা কলি প্রতীকই নিচ্ছে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান জাকির নায়েকের বাংলাদেশ সফর ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন: জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ

হজ পালন করতে সাইকেলে সৌদিতে ইন্দোনেশীয় তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটি থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মুসলিম হজ ও ওমরা পালনে সৌদি আরব গমন করেন। সাধারণত আকাশপথেই হজ পালন করতে যান তারা। কিন্তু এবার হাজারো দ্বীপপুঞ্জের দেশটি থেকে সাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছেছেন এক তরুণ। এ জন্য তাকে প্রায় সাড়ে সাত মাস ধরে সাইকেল চালাতে হয়েছে। এ খবর দিয়েছে গালফ নিউজ।

খবরে জানানো হয়, ওই ইন্দোনেশীয় তরুণের নাম মোহাম্মদ ফাওজান। সৌদি আরব পৌঁছানোর পর তিনি তার দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা আল-সৌদিয়া টেলিভিশনের সঙ্গে শেয়ার করেন। তিনি জানান, তার এই বিশাল যাত্রা আসলে অনেক কঠিন বিষয় ছিল। তাকে খারাপ আবহাওয়ার কবলে পড়তে হয়েছে বারবার। সাইকেলেও নানা রকম ত্রুটি দেখা দিয়েছে বিভিন্ন সময়ে।

তবে শেষ পর্যন্ত তিনি সৌদি আরবের বন্দর শহর জেদ্দাহ পৌঁছাতে পেরেছেন। ফাওজান বলেন, প্রতিটি দেশেরই তার আলাদা আলাদা আবহাওয়া রয়েছে। কিছু দেশ গরম আবার কিছু দেশ আরও বেশি গরম। ফাওজান জানান, প্রথমে তিনি মোটরসাইকেলে করে এই যাত্রা শুরুর কথা ভেবেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত সাইকেল নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কারণ, অনেক দেশই মোটরসাইকেল প্রবেশ অনুমোদন করে না। গত এপ্রিল মাসে সৌদি আরব ঘোষণা দেয়, এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে দেশটি। গত দুই বছর কোভিড মহামারির কারণে হজে নানারকম নিষেধাজ্ঞা দেয়া ছিল। এ বছর যাদের হজের অনুমতি দেয়া হয়েছে তাদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে। পাশাপাশি কোভিড ভ্যাকসিনের উভয় ডোজ দেয়া থাকতে হবে এবং নেগেটিভ পিসিআর টেস্টের রেজাল্ট দেখাতে হবে।

উল্লেখ্য, এর আগেও একবার ইন্দোনেশিয়ার ৫ সদস্যের একটি পরিবার সাইকেলে করে হজে গিয়েছিলেন। ইন্দোনেশিয়ার জাভার শহর যুগজাকার্তা থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ