শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু রায়হান গিফারী।।

নিজস্ব প্রতিনিধি>

উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড হাইয়্যাতুত তালিম ওয়াত তারবিয়্যাহ লিল মাদারিসিল কাওমিয়া (উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড)-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

১৩ এপ্রিল (বুধবার) পূর্ব নির্ধারিত সময়ে বোর্ড কার্যালয় রাজধানীর জামিয়া বাবুস সালাম বিমানবন্দর মাদরাসায় এ ফলাফল প্রকাশিত হয়। এ বছর পাশের হার ১০০%  বলে জানিয়েছে বোর্ড সূত্র।

বোর্ড মহাসচিব আল্লামা আনিসুর রহমান বলেন, আমাদের ছাত্ররা প্রতি বছরের মত এ বছরও কৃতিত্বের সাথে শতভাগ পাশ করেছে এবং ১৮৯ জন ছাত্র বৃত্তি পেয়েছে। ভবিষ্যতে ছাত্রদের তালিম তরবিয়তে আরও মজবুতি হবে বলে তিনি আশা করেছেন।

তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিভা দেখে আমি প্রতিনিয়ত বিস্মিত হই। ছাত্ররা পড়াশোনা করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন অসংখ্য নজিরও আমার চোখের সামনে বিদ্যমান।

বোর্ড সভাপতি আল্লামা কেফায়াতুল্লাহ আযহারী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের আরও অসংখ্য মাদরাসা ইলহাকভুক্ত করতে হবে। ছাত্রদের তালিম তরবিয়তের পাশাপাশি সমসাময়িক শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব রাখতে হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ১৩৭১ জন। অংশগ্রহন করেছিলেন ১২৯৩ জন। পাশের হার শতভাগ। বৃত্তি পেয়েছেন ১৮৯ জন। মুমতাজ হয়েছেন ৫২১ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের উপদেষ্টা আল্লামা নাজমুল হাসান কাসেমী, সভাপতি আল্লামা কেফায়াতুল্লাহ আযহারী, সহ-সভাপতি আল্লামা রুহুল আমিন খান উজানভী, সহ-সভাপতি আল্লামা নূরুল ইসলাম, মহাসচিব  আল্লামা আনিসুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মহিউদ্দিন, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা আব্বাস উদ্দিন।

আল্লামা তানভীরুল হক সিরাজী, মাওলানা আমিরুদ্দিন ফয়েজীসহ ঢাকা উত্তরের প্রায় শতাধিক উলামায়ে কেরাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ