শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুফতি আব্দুর রাযযাক আল হুসাইনি পরিচালিত  জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া নন্দী পাড়া, খিলগাঁও, ঢাকায় ভর্তি চলছে।

কিতাব বিভাগ,  মাদানী নেসাব ৩য় বর্ষ পর্যন্ত, ইফতা, আল আদাবুল আরাবি, কিসমুল লুগাহসহ বেশ কয়েকটি বিভাগে ভর্তি চলছে।

বিস্তারিত বিবরণ তুলে ধরা হল,

 বিভাগসমূহ:

কিতাব বিভাগ।

মাদানী নেসাব ১ম,২য়,৩য় বর্ষ (ইবতেদায়ী-কাফিয়া)

তাখাসসুস বিভাগ

ইফতা (ফিকহ ও ফ‌তোয়া)
আল আদাবুল আরাবি (উচ্চতর আরবি সাহিত্য)
কিসমুল লুগাহ( আরবী ভাষা ও নাহু - সরফ বিভাগ)

বিস্তারিত বিবরণ:

মাদানি নেসাব( ১ম,২য়,-৩য় বর্ষ) মাওলা আবু তাহের মিসবাহ’র মাদানী নিসাবের পূর্ণাঙ্গ অনুকরণ।

সম্পূর্ন আরবী মিডিয়াম, এক বছরে আরবী পঠন, লিখন কথন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। আরবীর পর মাতৃভাষা বাংলা ও ইংরেজিকে সর্বোচ্চ গুরুত্বপ্রদান।

মাদানি নেসাবের উল্লেখযোগ্য মাদরাসার ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সফল শিক্ষাসচিব ও একাধিক মাদানী নেসাবের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মারুফ হাসান নিয়মিত পাঠদান ও সার্বক্ষনিক তত্বাবধান করবেন।

ইফতা বিভাগ ( মেয়াদ১/২ বছর)

দুজন অভিজ্ঞ মুহাক্কিক মুফতি মুশরিফের নিয়মিত দরস প্রদান ও সার্বক্ষণিক তত্ত্ববধান।
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার ইফতা বিভাগের মানহাজ সামনের রেখে যুগোপযোগী মানহাজ গঠন নিয়মিত ইংরেজি ও বাংলা ভাষা সাহিত্যের ক্লাস। ২৫ বছর ফিকহ ফাতওয়ায় অভিজ্ঞ মুফতি আ. রাজ্জাক আল হুসাইনীর নিয়মে পাঠদান ও সরাসরি তত্ত্বাবধান। মুহাক্কিক অভিজ্ঞ মুফতিদের মাধ্যমে মাসিক বিষয়ভিত্তিক ও সমসাময়িক বিষয়ে মুহাজারা। ইসলামী অর্থনীতির নিয়মত দরস প্রদান।

ভর্তি যোগ্যতা:

১. দাওরা হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

২. লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষার বিষয়: হেদায়া ৩য়, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ।
কিসুমুল আদাবুল আরাবী ( উচ্চতর আরবী সাহিত্য) দেশের উল্লেখযোগ্য জামিয়ার আদব বিভাগের ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২জন যোগ্য ও অভিজ্ঞ আদিবের নিয়মিত পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।

মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাষাশিক্ষা ইনস্টিটিউটের পূর্ণ অনুকরণ।

মাদানী নগর মাদরাসার প্রধান আদীব ফযীলাতুশ শায়খ ফারুকযযান অত্র জামিয়ার প্রধান আদীব ও প্রধান তত্ত্বাবধায়ক।

(যারা নাহু সর‌ফে দুর্বল, নি‌জে নি‌জে আর‌বি ইবারত পড়‌তে ও হল কর‌তে পা‌রে না, তা‌দের জন‌্য।)
ব্যাপক ইজরা ও তাম‌রিনের মাধ্যমে প্রায়োগিকভাবে পূর্ণ নাহু সরফ পাঠদান ও বিশুদ্ধ ইবারত পাঠের অনুশীলন।

আরবী মুকালামা, বক্তৃতা ইনশা, মাকালা,আরবী-বাংলা অনুবাদ,আবরী পত্রিকা পাঠ ও খবর তৈরী, দরখাস্ত, চিঠিপত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান

ভ‌র্তি যোগ‌্যতা: হেদায়াতুন্নাহু থে‌কে দাওরা পর্যন্ত যে কো‌নো ছাত্র ভ‌র্তি হ‌তে পারবে।

 জামিয়ার বিশেষ কিছু বৈশিষ্ট্য:

মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ফুজালাদের দ্বারা নিয়মিত পাঠদান।

জামিয়ার সকল উস্তাদ দেশের উলেখযোগ্য জামিয়া থেকে ২/৩ বছর বিভিন্ন ফনে তাখাচ্ছুসসম্পূনকারী আরবী ভাষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফন ভিত্তিক পাঠদান। সকল বিভাগে বাংলাভাষা ও বানানচর্চা সাপ্তা‌হিক ও পা‌ক্ষিক ক্লাস ও ফুল স্পো‌কেন ইং‌লিশ কোর্স। আকাবির আসলাফের জীবনী, মালফুজাত, মাকতুবাত অধ‌্যয়ন এবং হিফজুন নুসুস। প্রত্যেক বিভা‌গের নির্বা‌চিত পৃথক সি‌লেবাস।

ছাত্রদের বাছাইকৃত প্রবন্ধ ত্রৈমা‌সিক প‌ত্রিকা আকা‌রে প্রকাশ।( আর‌বি, বাংলা)

ভর্তি ও আনুষাঙ্গিক ফি: (সকল বিভাগের)

ফরম : ১০০
ভর্তি : ৩২০০

আলমারী ভাড়া : ৫০০ (বাৎসরিক)
মাসিক প্রদয় - ২৮০০

অস্বচ্ছল মেধাবীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বি‌বেচনার ব্যবস্থা রয়েছে।

যা আনবেন:

১. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি

২. জন্ম নিবন্ধন/আইডি কার্ড/চেয়ারম্যানের সত্যয়নপত্র।

৩. তাবলিগি বেড

যোগাযোগ, 01977774066, 01916296679, 01841208066

যাতায়াত: ঢাকার যে কোনো স্থান থেকে বাসাবো / মেরাদিয়াব্রিজ থেকে নন্দীপাড়া ৫ নং রোড, কবরস্থান সংলগ্ন মাদ্রাসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ