বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

পেরুর প্রধানমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পারিবারিক সংসিহতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো তার প্রধানমন্ত্রী হেক্টর ভলার পিন্টোকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দেন।

জানা যায়, ২০১৬ সালে পারিবারিক সহিংসতায় তিনি অভিযুক্ত হয়েছিলেন, সম্প্রতি এ কথা প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষাপটে নিয়োগ দেওয়ার মাত্র তিন দিন পর তাকে সরিয়ে দেয়া হলো।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমি মন্ত্রিপরিষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ যার অর্থ প্রধানমন্ত্রী হেক্টর ভলার পিন্টোকে মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন।

বামপন্থী নেতা কাস্টিলো টেলিভিশনে দেওয়া ওই ভাষণে এ পরিবর্তনের ঘোষণা দেন। তবে ওই ভাষণে তিনি ভলার পিন্টোর নাম উল্লেখ করেননি। এর আগে এ বিষয়ে এক বৈঠকে বিরোধী দল এবং এমনকি কয়েকজন কেবিনেট মন্ত্রী সরকারে ভলার পিন্টোকে না রাখার বিষয়ে মতামত দেন।

এদিকে, প্রেসিডেন্ট নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করার কথা বলায় ছয়মাস আগে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার চতুর্থ মন্ত্রিপরিষদ গঠন।
একই দিনে প্রেসিডেন্ট তাকে বরখাস্তের ঘোষণা দেওয়ার আগে কংগ্রেস স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।

এছাড়া তিনজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জও করেন। পররাষ্ট্রমন্ত্রী সেজার লন্ডা এক টুইট বার্তায় লিখেছেন, ‘পাবলিক সার্ভিস কর্মকর্তারা এ ধরনের অভিযোগ থেকে মুক্ত।’

তবে ভলার পিন্টো সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখান করে বলেন, পারিবারিক সহিংসতায় তিনি কখনো অপরাধী ছিলেন না। তিনি জোরদিয়ে বলেন, অনাস্থা পদক্ষেপ কংগ্রেসে পাস না হওয়া পর্যন্ত তিনি তার পদে থাকবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ভলার পিন্টোর স্ত্রী ও ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে পারিবারিক সহিংসতার অভিযোগ আনেন। সম্প্রতি বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় ৬২ বছর বয়সী ভলার পিন্টো ব্যাপক চাপের মুখে পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ