বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

তালেবানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল ফিরে পায়। এরপর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সাবেক শতাধিক সদস্যকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এসব সৈন্য আন্তর্জাতিক সৈন্যদের সাথে কাজ করেছিল বলে তাদের হত্যা করা হয়েছে। জাতিসংঘ এমন বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে বলেও জানান তিনি।

গুতেরেসের অভিযোগ, নিহত সৈন্যদের দুুই-তৃতীয়াংশেরও বেশি তালেবানের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও সাবেক সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর এসব সদস্যকে পাণ দিতে হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনও একই অভিযোগ পেয়েছে। তারা আরও বলছে, আইএস-কের সাথে জড়িত সন্দেহে অন্তত ৫০ জন ব্যক্তিকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। যার বিশ্বাসযোগ্য অভিযোগ তারা পেয়েছে। গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন।

জাতিসংঘ মহাসচিব বলছেন, তালেবানের আশ্বাস সত্ত্বেও জাতিসংঘের রাজনৈতিক মিশন ঘানি সরকার ও জোট সদস্যদের হত্যা ও গুমের বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে। মানবাধিকার এবং গণমাধ্যমকর্মীরাও আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছে প্রতিনিয়ত।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে আটজন সুশীল সমাজের কর্মীকে হত্যা করা হয়েছে। যাদের তিনজন তালেবান এবং তিনজন আইএসের হাতে নিহত হয়েছে। ১০ জনকে তালেবান সাময়িক গ্রেপ্তার, মারধর এবং হুমকির মুখে ফেলেছে। দুই সাংবাদিক নিহত হয়েছেন, যাদের একজন আইএসের হাতে ও অপরজন অজ্ঞাত সশস্ত্র লোকদের হাতে নিহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আরও বলছেন, জাতিসংঘের মিশনগুলো অস্থায়ী গ্রেপ্তার, মারধর এবং ভয় দেখানোর ৪৪টি মামলা নথিভুক্ত করেছে। যার মধ্যে ৪২টি সংঘটিত হয়েছ ক্ষমতাসীন তালেবানের হাতে। সূত্র: এপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ