বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

জীবন ঘনিষ্ঠ গল্পগ্রন্থ ‘তোমার ঐ আঁচলখানি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ বিন মুঈন।।

মালিবাগ মাদ্রাসায় দু'বছর সাহিত্য মজলিস পরিচালনার দায়িত্ব ছিল আমার কাঁধে। গুটিকয়েক ছাত্রের লেখা মন্ত্রমুগ্ধের মত পড়তাম। এদের আগ্রহও ছিল বেশ। মাঝে মাঝে লেখা দেখতাম। সম্ভাবনাময়ী কিছু ছাত্র ছিল। আমি তরবিয়ত দিতাম বেশী। আমার চেয়েও যাদের সাহিত্যে ভালো দখল ছিল তারাই বেশীরভাগ কাঁটাছেড়া করত।

‘মনজুর সা’দ’ নামে এক ভাই খুব ভালো লেখত, এবং নিয়মিত লেখত। অমায়িক, স্বাপ্নিক, কোমল হৃদয়ের মানুষ। সব্যসাচী, শব্দশ্রমিক মনে হত তাকে। আমি তার কয়েকটা লেখা দেখেছিলাম। কোন লৌকিকতা ছাড়াই আমি স্বপ্ন দেখি; তার হাত ধরে অদূর ভবিষ্যতে কওমী অঙ্গন সাহিত্যের নতুন দিগন্তের সাথে পরিচয় হবে ইনশা আল্লাহ!


বই। তোমার ঐ আঁচলখানি। মনজুর সা'দ এর । আমার গবেষণার বিষয় ভিন্ন। যেহেতু সে গল্পকার। গল্প খুব শখের জিনিস থাকলেও পড়া হয় কম। যাইহোক প্রচ্ছদ দেখেই বইটার প্রতি আগ্রহ জন্মাল। ভাবলাম দেখি ছোকরাটার লেখায় কেমন আকর্ষণ! সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম। বইটা হাতে নিয়েই মন শান্তি। প্রচ্ছদ যে মানুষকে আকর্ষণ করে সেটা পূর্ণরুপে অনুভব করলাম। অনেক ব্যস্ততা থাকা সত্বেও তৎক্ষনাৎ বইটি নিয়ে বসে গেলাম। একটানা পড়ে শেষ করলাম। বইয়ের কলেবর বেশি বড় না। আর লেখাটা চুম্বকের মত ধরে রাখল। তার প্রতি ভালোবাসা আছে শুধু সেজন্যই না, তার লেখার প্রতিও আমার দুর্বলতা আছে। এই বইয়ে সবমিলিয়ে মোট সতেরোটা গল্প, অনুগল্প লিপিবদ্ধ করা হয়েছে।

পাঠক!
আপনাকে কোন গল্প হাসাবে, কোনটা কাঁদাবে, কোনটা ভাবাবে, কোন গল্প আপনাকে নিয়ে যাবে ভাবনার অনীল সমুদ্রে। একনিবিঢ়ে আপনাকে ধরে রাখবে ম্যাগনেটের মত। এ যেন কোন বই নয় গল্পের শহর। যে শহরের আকাশে কখনো বৃষ্টি নামে কখনো রোদ হাসে, কখনো বিষাদের নীলছায়ায় ঢেকে যায় নগরী।

শিরোনামগুলোর ডিজাইন তেমন সুন্দর হয়নি। অস্পষ্ট, ঝাপসা লাগে। বিরামচিহ্নগুলো যত্রতত্র ব্যবহার হয়েছে। সেগুলোর দিকে আরো যত্নবান হতে হবে। দুয়েকটা গল্পের আবেদন ধরে রাখতে আরো বড় এবং সময় দেয়ার প্রয়োজন ছিল। অভার অল একজন নবীন লেখক হিসেবে মাশাল্লাহ খুউব ভালো লিখেছে সে। বাংলা বানানরীতির প্রতি যথেষ্ট কসরত করা হয়েছে। আমি সমালোচনা দৃষ্টিতে এবং খুউব মনোযোগ দিয়ে পড়েছি তেমন বানান ভুল পাই নি। এদিক দিয়ে এবং যত্রতত্র আউল ফাউল উপমার ক্ষেত্রে বামপাড়ার সেরা লেখকদের লেখা পড়েই বিরক্তি চলে আসত সেই জায়গা থেকে লেখক নিজের মুনশিয়ানার পরিচয় দিয়েছে। উপমা এবং শব্দের গাঁথুনি মন ছুঁয়ে গেল। আল্লাহ তার কলমে ও কলবে নূর দান করুক। এই লেখা যেন উম্মাহের কল্যাণ বয়ে আনে। লেখকের সফলতা কামনা করি।

বই: তোমার ঐ আঁচলখানি
লেখক: মনজুর সা'দ
প্রকাশনী: তারুণ্যের উচ্ছ্বাস

শিক্ষাসচিব : জামিয়া হুসাইনিয়া সোঁনারগাও, নারায়ণগঞ্জ। শিক্ষার্থী : জামিয়া শারইয়্যাহ, মালিবাগ, ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ