রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক দুই সপ্তাহ ধরে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা গাজায় শিশুদের জীবন রক্ষায় যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে হবে: ইউনিসেফ সরকারের বোধোদয় না হলে কঠিন কর্মসূচির পথে হাঁটবে ইসলামী আন্দোলন সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষক ফোরামের বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, জাতীয়করণ ইস্যুতে সকল শিক্ষক আজ ঐক্যবদ্ধ। শিক্ষাখাতে দুর্নীতি রোধ, বেতন-ভাতাসহ বিভিন্ন বৈষম্য দূরীকরণে জাতীয়করণ সময়ের দাবীতে পরিণত হয়েছে । এ গণদাবীকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব বলেন।

সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল-আমীন, এম আব্দুল হান্নান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, এ্যাডভোকেট জমারত আলী, মু. মহিউদ্দীন মোল্লা, মু. আজাদুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রীসহ শিক্ষাসংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে সভাপতি আরও বলেন, বেসরকারি স্কুল,কলেজ, আলিয়া এবং ইবতেদায়ী মাদরাসাসহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রম এবং মেধা খরচের তুলনায় যে সুযোগ-সুবিধা পান তা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে খুবই অপ্রতুল। ভুক্তভোগী শিক্ষকরা মনে করেন, জাতীয়করণের মাধ্যমে এ সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব। এহেন মুহূর্তে তিনি মর্যাদা রক্ষায় জাতীয়করণের দাবী মেনে নেওয়ার আহবান জানান।

কর্মসূচিঃ

১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে ২৭ নভেম্বর'২১ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

২. একই দাবীতে ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ