বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আপিলের তৃতীয় দিনের শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ঢাকা -১৬ আসনে মাওলানা আহসানুল্লাহ, কুমিল্লা -৯ আসনে মাওলানা মাওলানা মাহবুবুর রহমান এবং রাজবাড়ী -২ আসনে মাওলানা কুতুবউদ্দিন।
প্রসঙ্গত, গত দুই দিনের আপিলের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও পাচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে আপিল শুনানিতে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।
আরএইচ/