শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল, এক পেশার দুই প্রান্তের গল্প খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই

লন্ডনে আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের মারকাজুল উলূম মাদ্রাসায় আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী রহ. স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ।

সঞ্চালনার করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সভায় মুফতি আবদুস সালাম চাটগামী রহ, এর মহান ব্যক্তিত্ব, অতুলনীয় দ্বীনি খেদমত এবং হাদীস, তাফসীর সহ ইসলামী জ্ঞানের সকল শাস্ত্রে অর্ধশতাব্দী কালের ও বেশি সময় ধরে অব্যাহত দ্বীনি গবেষণামূলক অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতী মুতাহির সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতী মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ। সদস্য হাফিজ সাদিকুল ইসলাম, মুহাম্মদ আশিক আলী, মোহাম্মদ আলী আহমদ, হাফিজ মোহাম্মদ সোহান, মোহাম্মদ আরিফ আহমদ, তাওহিদুল মাওলা, মকবুল আহমদ প্রমুখ।

সভায় বক্তাগন ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার উপর আপতিত পর পর কঠিন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগন মুফতি আবদুস সালাম চাটগামী রহ.কে পাকাপোক্ত ইলম ও সুন্দরতম আমলের উত্তম নমুনা আখ্যায়িত করে তাঁর ত্যাগের মহিমায় ভাস্বর জীবনের পদাংক অনুসরণ করে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় মুফতিয়ে আজম হযরত মুফতি আবদুস সালাম চাটগামীর ঈসালে সওয়াবের জন্য কোরআন তিলাওয়াত ও মোনাজাত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ