fbpx
           
       
           
       
যে ঘটনা সানাই মাহবুবকে নিয়ে এসেছে ইসলামের পবিত্র ছায়াতলে
জুলাই ২২, ২০২১ ২:২৯ অপরাহ্ণ

কাউসার লাবীব: আলোচিত ও সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। অভিনয় জগত থেকে গুটিয়ে ইসলামের পথে নিজেকে সামিল করেছেন তিনি।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় এক অডিও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সানাই বলেন, ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই।

পরে সোমবার (১৯ জুলাই) একটি ভিডিও বার্তায় ইসলামের পথে আসার কারণ জানিয়েছেন আলোচিত এই মডেল ও অভিনেত্রী।

লাইভে তিনি তার জীবনে ঘটে যাওয়া হৃদয়গ্রাহী এক ঘটনার কথা জানান; যে ঘটনার কারণে তিনি আজ ইসলামের ছায়াতলে। ঘটনাটি শুনুন তার নিজের মুখ থেকে…