fbpx
           
       
           
       
করোনার আবহে দেশে দেশে ঈদুল আজহা: ছবিঘর
জুলাই ২১, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

জুলফিকার জাহিদ।।

ত্যাগের মহান শিক্ষাকে সামনে রেখে পৃথিবীর দেশে দেশে উদযাপিত  হয়েছে ঈদুল আজহা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে ২১ জুলাই বুধবার ঈদুল আজহা উদযাপিত হলেও হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ২০ জুলাই মঙ্গলবার।

আল আকসায় ফিলিস্তিনিদের ঈদ উদযাপন।

গত বছরের মতো এবারো কোভিড-১৯ মহামারির  মধ্যেই পালিত হল ঈদুল আজহা । বিশ্বব্যাপী ঈদুল আজহার নামাজ শেষে করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।

সুদানের রাজধানী খার্তুমে দুই শিশুকে নিয়ে ঈদের জামাতে বাবা।

ঈদুল আজহার সাথে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। সোমবার পবিত্র মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে। করোনা পরিস্থিতিতে মাত্র ৬০ হাজারের মতো মুসলমানের অংশগ্রহণে এবারের হজ পালিত হয়। মঙ্গলবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়।

করোনার আবহে ত্যাগের উৎসব দেশে দেশে

আফগানিস্তানের হেরাত প্রদেশে দুটি মেয়েকে নিয়ে মসজিদে এসেছেন এক ব্যক্তি।

 

ঈদের দিন প্রিয়জনদের কবর জিয়ারত করা এক অনন্য ঐতিহ্য। এ বছরের শুরুতে ইসরায়েলি আগ্রাসনে নিহত পরিবারের কবর জিয়ারত করছেন এক ফিলিস্তিনি শিশু।

ঈদুল আজহা হজরত ইবরাহিম আ: ও তাঁর পুত্র হজরত ইসমাঈল আ:-এর সাথে সম্পর্কিত। হজরত ইবরাহিম আ: স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে গিয়েছিলেন। আসলে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইবরাহিম আ:-এর জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। আল্লাহর নির্দেশে ইসমাঈলের পরিবর্তে কোরবানি হয় দুম্বা। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে হজরত ইবরাহিম আ:-এর সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়তে। সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পর আনন্দ থেকেই উদযাপিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ। জিলহজ মাসের ১০ তারিখ।

eid-woeld9

ইয়েমেনের সানায় পরিবারের সদস্যদের সাথে ঈদের নামাজে অংশ নিতে গিয়েছে এক শিশু।

আয়া সেফিয়ায় ঈদের নামাজ।

জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও ১০, ১১ ও ১২ তারিখের যেকোনো দিন পশু কোরবানি দেয়া যায়। সেই হিসাবে, যেসব দেশে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে, সেখানে বুধ-বৃহস্পতিবারও কোরবানি করা যাবে। এদিকে বাংলাদেশসহ যেসব দেশে আজ ঈদ উদযাপিত হয়েছে সেসব দেশে শুক্রবারও কোরবানি করা যাবে।

eid-woeld9

অবরুদ্ধ গাজা উপত্যকায় হারানো স্বজনের কবরের পাশে দুই ফিলিস্তিনি

 

eid-woeld9

বাগদাদের আবু হানিফা মসজিদের বাইরে ইরাকি নারীদের ঈদের নামাজ আদায়

 

eid-woeld9

মিসরের কায়রোতে ঈদ নামাজের পর বেলুন নিয়ে খেলছে শিশুরা।

 

eid-woeld9

সুদানের আল-ফারাহ চত্বরে ঈদের নামাজ।

 

eid-woeld9

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঈদের জামাত

 

eid-woeld9

পবিত্র আল-আকসা মসজিদের সামনে ছবি তুলছেন একদল ফিলিস্তিনি নারী।

 

মিশরে ঈদের নামাজ শেষে একটি ওয়াটার পার্কে মেতে উঠেছে শিশুরা।

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদের নামাজ আদায় করছেন নারী ও শিশুরা।

 

ইয়েমেনে রাজধানী সানায় কোরবানির গরুর পাশে বসে লাজুক হাসি দিতে দেখা গেছে এই বালককে।

 

তুরস্কের আয়া সোফিয়ায় ঈদের নামাজ।

 

মিশরের রাজধানী কায়রোতে বেলুন নিয়ে খেলছে শিশুরা।

এনটি

সর্বশেষ সব সংবাদ