সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

শীঘ্রই আসছে 'ভ্যাকসিন পাসপোর্ট'; লাগবে না কোয়ারেন্টিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে অনেকেই বিদেশ ভ্রমণ করতে পারছেন না। কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ থাকলেও ভ্রমণকারীকে বিমান থেকে নেমেই দুই সপ্তাহ বা অন্তত কয়েকদিনের জন্য অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

নিজ দেশের নাগরিকদের এই ঝামেলা থেকে মুক্ত করতে জাপান চালু করতে যাচ্ছে এক বিশেষ পদ্ধতি। 'ভ্যাকসিন পাসপোর্ট' এর ব্যবস্থা করছে দেশটি। এটি চালু হলে জাপানিরা বিদেশ ভ্রমণ করলে তাদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।

ভ্যাকসিন পাসপোর্ট হলো সরকারি নথি যা নিশ্চিত করে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনার টিকা সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সার্টিফিকেট পৌরসভা দ্বারা জারি করা হবে যাতে ব্যক্তির নাম, পাসপোর্ট নম্বর এবং টিকা দেওয়ার তারিখ অন্তর্ভুক্ত করা হবে।

সরকারী সূত্রের বরাতে রোববার জাপান টাইমস জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সার্টিফিকেট দেয়া শুরুর পর ইতালি, ফ্রান্স এবং গ্রিস সহ ১০ টিরও বেশি দেশ যেন জাপানের ওই ভ্যাকসিন পাসপোর্ট গ্রহণ করে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাপান সরকার। ওইসব দেশের সাথে এ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হলে, সার্টিফিকেটধারীরা জাপান থেকে সেসব দেশে ভ্রমণ করলে তাদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। শুধু করোনা টেস্টের ফল নেগেটিভ দেখালেই চলবে।

নিজ দেশের নাগরিকদের জন্য এমন সুবিধার ব্যবস্থা করলেও জাপান সরকার অন্যান্য দেশ থেকে জাপানে প্রবেশকারী যাত্রীদের (সম্পূর্ণভাবে টিকা দেওয়া হলেও) দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা অব্যাহত রাখার পরিকল্পনা করছে। দেশটির এই অবস্থান সিঙ্গাপুর ও ইসরায়েলের মতো দেশগুলোর সাথে আলোচনা জটিল করে তুলেছে যেসব দেশ পারস্পরিক ছাড় দেয়ার আহ্বান জানিয়েছে।।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ