মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

হাসনাহেনা ফুলের খুটিনাটি; জেনে নিন কিছু অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

হাসনাহেনা ফুল বলতেই মনের কোণে নাড়া দেয় সুগন্ধিফুলের রাজ্যের রাণী যেন হাসনাহেনা ফুল। এ ফুলের সাধারণত পাঁচটি পাপড়ি হয়। ফুলের রং সাদা। ফুলটি বাড়ির উঠোনের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে সারা বাড়ি গন্ধে মাত করে রাখে এ ফুল। শীতের মৌসুম ছাড়া সারা বছরই এ ফুল দেখতে পাওয়া যায়।

হাসনাহেনা বা হাসনুহানা (বৈজ্ঞানিক নাম- Cestrum nocturnum) Solanaceae পরিবারভুক্ত একটি ফুল। ইংরেজিতে এর অনেকগুলি নাম। নামগুলি হল lady of the night, night-blooming jessamine, night-scented jessamine, night-scented cestrum অথবা poisonberry। এই ফুলটি ওয়েষ্ট ইন্ডিজের স্থানীয়, তবে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশে এটি বেশ মানিয়ে নিয়েছে।

[caption id="" align="aligncenter" width="639"]No description available. ছবি, লেখক।[/caption]

বর্ষা শুরু হওয়ার সাথে সাথে সারা গাছে ফুলে ভরে উঠে। দূর থেকে এ ফুলের গন্ধ আরও বেশি মনকে রাঙিয়ে দেয়। রাতে হাসনাহেনা ফুল ফোটে। রাতের আকাশ আর বাইরের মন মাতানো বাতাসে যে চারদিকে ছড়ায় এ ফুলের মনোরঞ্জন গন্ধে।

হাসনাহেনা গাছটি অনেকটা ঝোপালো। ফুল ফুটার ৫/৬ দিন পর্যন্ত ফুল সতেজ থাকে। ফুলের মৌসুম শেষ হলে এ গাছের ডাল উপর থেকে গোল করে ছাটাই করে দিতে হয়।

এছাড়া হাসনাহেনা গাছের কিছু ভেষজ গুণ রয়েছে -গাছের পাতা থেতো করে দুধের সাথে গরম করে খেলে আমাশয় দূর হয়।

লোক মুখে শোনা যায় হাসনাহেনা গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে সাপ আসে। এই কথাটার কোনো ভিত্তি নেই। সর্বোপরি সৌন্দর্য বর্ধন,সুগন্ধিময় একটি ফুলগাছ হাসনাহেনা।

লেখক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ