শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


১ রমজান থেকে দারুল উলূম ঢাকার ইফতা বিভাগে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত দারুল উলূম ঢাকায় আগামী ১ রমজান থেকে ইফতা বিভাগে ভর্তি শুরু হচ্ছে।

ইফতা বিভাগের তত্ত্বাবধান করবেন- জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস ও জামিয়াতুস আসআদ আল ইসলামিয়ার পরিচালক মুফতি হাফীজুদ্দীন।

এছাড়াও মাদরাসাটিতে হিফজ, নুরানী, কিতাব বিভাগে (তাইসীর থেকে হেদায়াতুন্নাহু) ভর্তি চলবে। ভর্তি ও তথ্যের জন্য কল করুন: ০১৪০৫৮০৯১১৪, ০১৯১১৮৬৬১৭৮

এদিকে ১ রমজান থেকে দারুল উলূম ঢাকায় ২২ দিনব্যাপী নাহু-ছরফ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সটি পরিচালিত হবে মুফতি আযহারুল ইসলামের তত্বাবধানে।

১০ শাবান থেকে ২৭ শাবান পর্যন্ত কোর্সের ভর্তি চলবে। কোর্স শুরু হবে ১ রমজান থেকে। কোর্স ফি ২ হাজার টাকা। কোর্সটিতে ভর্তির জন্য যোগাযোগ: ০১৪০৫৮০৯১১৪, ০১৯১১৮৬৬১৭৮.

-এটি


সম্পর্কিত খবর