মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

ভ্যাকসিন নেয়া পরও করোনায় আক্রান্ত হচ্ছেন যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন' এর তথ্য অনুয়ায়ী, টিকা দেওয়ার পর কেউ কেউ করোনায় আক্রান্ত হতে পারেন। কেননা টিকা নেওয়ার পর এর কার্যকারিতা শুরু হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ট্র্যাভেল মেডিসিন ও গ্লোবাল হেলথের ইউনিভার্সিটি হাসপাতাল রো গ্রিন সেন্টারের পরিচালক ড. রবার্ট সালাতা বলেন, টিকা প্রয়োগের পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় নেয়।

এদিকে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল সোমবার জানিয়েছেন, টিকার প্রথম ডোজ দেওয়ার পর কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে এই মুহুর্তে এটি প্রমাণ করার জন্য তাদের কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে ফাইজারের টিকার প্রধান তদন্তকারী কর্মকর্তা সালাতা জানান, টিকার প্রথম ডোজ দেওয়ার ১৪ দিন পর এটি শতকরা ৫২ ভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ফাইজারের দুই ডোজ টিকা প্রয়োগ করা হলে করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ সুরক্ষা দেবে। অন্যদিকে সম পরিমাণে মর্ডানার টিকা দেওয়া হলে শতকরা ৯৪ ভাগ সুরক্ষা দেবে। এদিকে লক্ষ্য করেই বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু কোনো টিকাই শতকরা ১০০ ভাগ কার্যকর নয় এ কারণে টিকা দেওয়ার পরও কেউ কেউ করোনা আক্রান্ত হতে পারেন।

সিএনএন’র এক প্রতিবেদনে দেখা যায়, বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা মানুষজনকে শুধুমাত্র অসুস্থ হওয়া প্রতিরোধ করবে না পুরোপুরি করোনা সংক্রমণ রোধ করতে পারবে তা নিয়ে এখনও গবেষণা অব্যাহত আছে। এছাড়া টিকা নিলেও একজন থেকে আরেকজনের মধ্যে করোনাভাইরাস ছড়াতে পারে কিনা সে বিষয়েও এখনো সেরকম তথ্য পাওয়া যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ