বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

বাতিলের সামনে মাথা নত করেননি আল্লামা কাসেমী রহ.: দিলুরোড মাদরাসায় বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দিন।

বক্তব্য রেখেছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। বক্তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি যেখানেই শুনেছেন দীনের কিছু হচ্ছে সেখানেই ছুটে গিয়েছেন। দীনের উপর আঘাত এসেছে তো সিংহের মতো গর্জন দিয়ে মাঠে নেমেছেন। বাতিলের মোকাবেলা করেছেন। তিনি বাতিলের সামনে কখনও মাথা নত করেননি। তিনি শুধু পড়াতেনই না বরং ছাত্র গড়তেন। ব্যাপকহারে খেদমতে খালক করতেন, যা পরিবারের সদস্যরাও জানতো না। তিনি ছিলেন একই সাথে বেফাকের সিনিয়র সহ- সভাপতি, আল-হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসাসহ অসংখ্য মাদরাসাার প্রতিষ্ঠাতা ও মুরুব্বী।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি মকবুল হুসাইন, আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর জামাতা জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার মুহতামিম মুফতি জাকির হুসাইন, সাহেবজাদা মাওলানা জাবের কাসেমি, আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমি, জামিয়া রাহমানিয়ার প্রবীন মুহাদ্দিস আল্লামা হিফজুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক প্রমুখ।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ