fbpx
           
       
           
       
শিরোনাম :
নিজেদের তৈরি বিআইপি অ্যাপ ব্যবহার শুরু করলেন এরদোগান
জানুয়ারি ১৩, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এর ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আজ আমি যোগাযোগ অ্যাপস ‘বিআইপি ও  টেলিগ্রাম’ এ যুক্ত হলাম।’ আজ বুধবার (১৩ জানুয়ারি) তুরস্কের সময় রাত ১২ টায় এ স্টাটাস দেন তিনি।

দেখা গেছে, এরদোগানের ফেসবুকে দেয়া সেই স্টাটাসের নিচে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপের লিংক দিয়ে ‘সাবস্ক্রাইব করতে শুধু ট্যাপ করুন’ লেখা রয়েছে।েএছাড়া আর কিছুই লেখা হয়নি সেখানে।

বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই হোয়াটএ্যাপ ও ইমু ছেড়ে বিআইপিতে যুক্ত হতে দেখা গেছে।

উল্লেখ্য, গত সোমবার (১১ জানুয়ারি) হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নতুন প্রাইভেসি পলিসির প্রবর্তন ও এর কারণ ব্যাখ্যার পর তার ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল এরদোগানের অফিসিয়াল মিডিয়া সেল।

কারণ হিসেবে তারা ইউরোপীয় এবং অ-ইউরোপীয় বা অনুন্নত রাষ্ট্রগুলোতে হোয়াটসঅ্যাপের বৈষম্যমূলক প্রাইভেসি নীতিমালাকে দায়ী করে।

এমডব্লিউ/

সর্বশেষ সব সংবাদ