বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর কবর জিয়ারাত করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ায় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এর কবর জিয়ারাত করেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টার পর তিনি মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন দক্ষ ও বর্ষিয়ান রাজনীতিবীদ। মন্ত্রী হিসেবে অল্প সময়ে তিনি অনেক ভালো কাজ করেছেন এবং অনেক ভালো কাজের সুচনা করেছেন। এ কারণে তিনি অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব। আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহ যোগিতা চাই। দোয়া মাহফিলে প্রয়াত প্রতি মন্ত্রীর পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক আলেম ওলামা এবং এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ