মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

তিন কণ্ঠে ঈমানদীপ্ত স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে অনুষ্ঠিত হয়ে গেলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। ভোর থেকেই বায়তুল মোকাররমে জমায়েত হতে থাকে লক্ষ কোটি তৌহিদি জনতা। নবীপ্রেমিক জনতার স্রোত যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে আজ। শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো রাজধানীর রাজপথ। সকাল থেকে রাজপথ দখলে নেয় হেফাজতের কর্মীরা। বেলা সাড়ে বারোটার দিকে বায়তুল মোকাররম থেকে শুরু হয় গণমিছিল। এ সময় মিনিট্রাকে ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মিনিট্রাক রাজপথে আগলে রেখেছেন লাখো নবীপ্রেমিক তৌহিদি জনতা।

নবীর ইজ্জত রক্ষার এ আন্দোলন ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া জনতাকে ঈমানদীপ্ত স্লোগানে মুখরিত করে তিন কণ্ঠ।

তাদেরই একজন হেফাজত নেতা, জামিয়া ইসলামিয়া মিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্য দুজন হলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও রাজধানীর সাইন্স ল্যাবরেটরি বায়তুন মামুর জামে মসজিদের খতীব, মুফাসসিরে কুরআন মাওলানা হাসান জামিল।

প্রথমে শ্লোগান তুলেন মাওলানা হাসান জামিল। তিনি শ্লোগান ধরেন, ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা বাবুনগরী, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা কাসেমী, জিন্দাবাদ জিন্দাবাদ’।

এর পর শ্লোগান তুলেন মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি শ্লোগান তুলেন এভাবে, ‘নারায়ে--তাকবির, আল্লাহু আকবার’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে’।

তারপর শ্লোগান ধরেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি শ্লোগানে বলেন, ‘ফ্রান্সের দুতাবাস, জ্বালিয়ে দাও উড়িয়ে দাও’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় ঈমানদীপ্ত এই ৩ কণ্ঠের স্লোগান সবাইকে আমোদিত করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ