বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

আমির নির্বাচনে দ্রুত সময়ের মধ্যে হেফাজতের সম্মেলন: বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকা হবে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় মসজিদের মাইকে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিয়ে আজ শনিবার বাদ আসর শুরা সদস্যদের বৈঠকে বসার কথাও জানান তিনি।

এ বিষয়ে আল্লামা বাবুনগরী বলেন, আমাদের মুরুব্বি ছিলেন আল্লামা শফী হুজুর। উনার জন্য আমরা দোয়া করছি। আপনারা জানেন, হেফাজতে ইসলামে কোনো বিরোধ নেই। হুজুরের (আল্লামা শফী) মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়েছে। আমরা হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের ডাক দেব। সেই সম্মেলনে সর্বসম্মতিক্রমে আমরা হেফাজতে ইসলামের পরবর্তী আমীর নির্বাচন করব বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এক প্রেসি ব্রিফিংয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজত ইসলামের পরবর্তী আমীর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। এ সময় তিনি জানান, হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

আল্লামা আহমদ শফীর মৃত্যুতে সংগঠনের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, প্রভাব তো কিছুটা পড়বেই। ওনার মতো মানুষ তো আর পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘এখন আমার দায়িত্ব হলো কাউন্সিল ডাকা। কাউন্সিলেই সিদ্ধান্ত হবে সংগঠনের পরবর্তী আমীর কে হবেন।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। এর পর থেকে সংগঠনটি দেশ ও দেশের স্বাধীনতা এবং ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ