মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা: রিফাত আল মাজিদ।।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬০২ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।

এর মধ্যে আপনাদের স্বাস্থ সচেতনতায় জরুরি একটি বিষয় আলোচনা করবো। আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

১. অস্থির বা উদ্বিগ্ন হবেন না। খেয়াল করবেন, তিনি সচেতন কিনা। অযথা তাকে বিরক্ত করবেন না। ২। যদি অসচেতন হয়, তবে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করবেন। ৩.। প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেন।
৪। যদি সচেতন নাগরিক হন, তবে নিজে থেকেই আইসোলোশন বা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

৫। বাড়ীতে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির খোঁজ খবর রাখুন। ৬। তার খাবার লাগবে কিনা, প্রয়োজনে তাকে এসব সরবরাহ করেন, যেন তার বাইরে যেতে না হয়।

৭। করোনা মানেই মৃত্যু নই,, সুস্থতার হার ৯৮%, সুস্থতার পর তার সাথে আপনার সমাজব্যবস্থা গড়ে উঠবে, তাই দায়ীত্বশীল আচরণ করুন।
৮। করোনা আক্রান্ত রোগী ঘরে আবদ্ধ থাকলে এই রোগ সমাজে বা প্রতিবেশির মাঝে ছড়াবেনা। ৯। রোগীর মৃত দেহ থেকে রোগ ছড়ায়না, কেননা তার দেহ থেকে কোন রস নিঃসরণ হয় না।

তাই আসুন, আতংকিত না হয়ে প্রতিবেশীর পাশে দাড়াই বিপদে তাকে সাহায্য করি সাধ্যমত। নিজেরা সাবধান থাকি অন্যকেও সাবধান ও ঝুঁকি মুক্ত রাখি।চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য বিধি মেনে চলি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ