আবদুল্লাহ তামিম।।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ এক দিনের বন্ধ ঘোষণা করেছে। আগামীকাল রোববার ভারত সরকার দেশব্যাপী কারফিউ জারি করার কারণে মাদরাসার অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ দিন ছাত্রদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।
দেওবন্দের অফিসিয়াল সাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, সরকার করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী কারফিউ জারি করার কারণে মাদরাসা বন্ধ ঘোষণা হলো।
এর আগে গত রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বলেন, দেওবন্দের সব ছাত্ররা ২৫ মার্চ শুরু হওয়া বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে নিজ নিজ কক্ষে অবস্থান করবেন। সেসময় মাদরাসাগুলোর শ্রেণিকক্ষে কোনো ছাত্র অবস্থান না করার নির্দেশ দিয়েছেন।
১০ এপ্রিল পর্যন্ত যথানিয়মে মাদরাসার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য বছরের মতই রমজান উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তিতে তিনি ছাত্রদেরকে ইস্তিগফার ও দোয়া করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: দেওবন্দ মিডিয়া
-এটি