বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যেকোনো গঠনমূলক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, নোয়াখালী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সিআইপি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সাজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন শিকদার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ