বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


বুলগেরিয়ায় করোনা আতঙ্কে ৮৫ ডাক্তারের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার আতঙ্কে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ৮৫ জন ডাক্তার পদত্যাগ করেছেন। পাশাপাশি পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নার্সও।

সূত্র জানায়, ডাক্তাররা বলছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন তারা। বুলগেরিয়ায় করোনা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারির একদিন পরই ডাক্তাররা এই পদত্যাগ পত্র দিলেন।

এ বিষয়ে ক্যামেলিয়া বাচোভস্কা নামের এক ডাক্তার আল জাজিরাকে বলেন, আমাদের হাসপাতালে করোনা চিকিৎসা হবে এটি জানার পর আমি সহ আরো ৮৪ জন ডাক্তারের পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটা শুধু আমাদের হাসপাতালে তা কিন্তু নয়। বাকিগুলোরও একই অবস্থা।

গত সপ্তাহেও করোনা আতঙ্কে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ