বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


করোনায় পাল্টে গেছে পুরো বিশ্ব, দেখুন ছবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় চীনের পরেই রয়েছে ইতালি। চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ এবং মারা গেছে ৩ হাজার ২৪৫ জন। অপরদিকে, ইতালিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন।

এ মহুর্তে জনমানব শূণ্য হচ্ছে বিশ্বের বহু এলাকা। নীচে কিছু চিত্র তুলে ধরা হলো

‌এই রাস্তাটি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মাঝের রাস্তা। দেখুন, করোনা ভাইরাস আতঙ্ক ছড়ানোর আগে কেমন ছিল রাস্তাটি, আর এখন কেমন ফাঁকা, শুনশান।ছবি:‌ রয়টার্স

ওপরের ছবিটি চিনা পর্যটকদের যাঁরা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নুসা পেনিদাতে আসছে। আর নীচের ছবিটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর জনমানবহীন দ্বীপের ছবি। ছবি:‌ এএফপি

ওপরের ছবিটি চেক রিপাবলিকের প্রাগের ছবি। এটিকে বলা হয় চার্লস ব্রিজ। ওপরের ছবিটিতে পর্যটকপূর্ণ এলাকা। আর নীচের ছবিটি পর্যটক শূন্য। ফাঁকা ছবিটি অবশ্যই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে তোলা। ছবি:‌এএফপি

রোমের প্রাচীন স্থাপত্য কলোসিয়ামের ছবি। ওপরেরটি করোনা ছড়িয়ে পড়ার আগে, নীচেরটি পরে। ছবি:‌ এএফপি

করোনা ছড়িয়ে পড়ার আগে ও পরের ছবি। সিঙ্গাপুরের মেরলিয়ন পার্ক। ছবি:‌ এএফপি

হংকংয়ের দি পিক!‌ করোনার আগে এই স্থল সবসময় মানুষে ভরা থাকত, এখন প্রায় পর্যটক শূন্য। একজন শুধু মাস্ক পরে ছবি তুলছেন। ছবি:‌ এএফপি

ইরাকের মসুলে নবি ইউনিস মার্কেটের ছবি। ওপরেরটি আগের আর নীচেরটি করোনা ছড়িয়ে পড়ার পরে। ছবি:‌ রয়টার্স

চিনের বিখ্যাত তিয়েন আন মেন স্কোয়ার, যেখানে রয়েছে মাও সে তুঙের ছবি। সেখানেই রোজ আসতেন হাজার হাজার পর্যটক, আর এখন, কেউ নেই। ছবি:‌ এএফপি

আবদুল্লাহ তামিম/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ