আওয়ার ইসলাম: জরুরি সংবাদ সম্মেলনের ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, নির্বাচনি প্রচারে ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের ওপর হামলা, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতাদের উত্তাপ নিয়ে ঐক্যফ্রন্টের সর্বশেষ অবস্থা জানানো হবে।
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
কেপি