আওয়ার ইসলাম: ঢাকা-৩ আসনে গণসংযোগের সময় হামলায় আহত বিএনপি প্রার্থী গয়েশর চন্দ্র রায়কে দেখতে গেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নসরুল হামিদ গয়েশ্বরের নয়াপল্টনের অফিসে যান।
এসময় নসরুল হামিদ বিপু বলেন, ‘হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়।’ দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে পরিচর্চা ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি দাবি করে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেরাজুর রহমান সুমনের নেতৃত্বে ওই হামলা হয়েছে। তবে মেরাজুর রহমান সুমন এ অভিযোগ অস্বীকার করেন।
কেপি