রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


একসঙ্গে জেডিসি পরীক্ষা পাস বাবা-ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবলুর রহমান ও মেহেদী হাসান। একজনের বয়স ৩২ আর অন্যজনের ১৩। সম্পর্কে বাবা ও ছেলে এই দুই শিক্ষার্থী এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পাস করেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে এবার জেডিসি) পরীক্ষা দেন বাবলুর রহমান ও মেহেদী হাসান। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী হাসান জিপিএ-২ দশমিক শূন্য ৬ পেয়েছে। আর তার বাবা বাবলুর রহমান পেয়েছেন ২ দশমিক ৭২।

মেহেদী হাসান জানায়, সে ও তার বাবা বইখাতা ভাগাভাগি করে পড়ালেখা করেছে। বাবা বাসায় বসেই পড়াশুনা করতেন, মাঝে মাঝে মাদরাসায় যেতেন।

বাবলুর রহমান জানান, ক্ষেতখামারে কাজ করার সময় মনে হয় পড়ালেখার কথা। তাই তিনি ছেলে মেহেদী হাসানের সঙ্গে মাদরাসায় ভর্তি হন। জ্ঞানার্জনের জন্যই পড়ালেখা করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে গাজেম আলী দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ রবিউল ইসলাম জানান, বাবলুর রহমান যেদিন তার প্রতিষ্ঠানে প্রথম এসে পড়ালেখার কথা বলেন, সেদিনই তাকে ভর্তি করে নেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ