আওয়ার ইসলাম: দেশের শান্তির জন্য গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি বলেন, প্রতিটি মাদরাসার শিক্ষক, ছাত্র, মসজিদের খতীব, ইমাম’সহ সর্বস্তরের তৌহিদী জনতা শান্তি ও নিরাপত্তার জন্য আরজি পেশের এই দোয়ায় শামিল হোন। আল্লাহ মজলুমদের ফরিয়াদ ফিরিয়ে দেন না।
আজ (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি আরো বলেন, গভীর রাতে বিছানা ত্যাগ করে অজু করে যার যার জায়গায় সকলে জায়নামাযে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করুন। নামায শেষে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি দেশের শান্তির জন্য ফরিয়াদ করুন।
তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তার জন্য আল্লাহ সাহায্য কামনা করে আহাজারি করুন। দেশের স্বাধীনতার হেফাজতের জন্য দোয়া করুন। সকল অপশক্তি ও ষড়যন্ত্র থেকে দেশ ও দেশের মানুষ যাতে নিরাপদে ও হেফাজতে থাকে সেই জন্য দোয়া করুন।
তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনভাবে যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য দোয়া করুন। মানুষ যাতে স্বাধীনভাবে নিজেদের মৌলিক অধিকার নিয়ে ইজ্জত-সম্মান ও নিরাপত্তার সাথে চলতে পারে, সেই জন্য দোয়া করুন।
ইনশাআল্লাহ গভীর রাতে মজলুম বান্দাদের অশ্রু ঝরানো ফরিয়াদ আল্লাহ ফিরিয়ে দিবেন না।
আরআর