আওয়ার ইসলাম: মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভোটারদের উদ্দেশে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। আমি আপনাদের শান্তি এবং সুশাসন উপহার দেব।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু মঙ্গলবার সন্ধ্যায় চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাড়াদি বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। এ সময় শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান ইনু।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে ছিলেন। গত ১০ বছর আপনাদের নিয়ে কথা বলেছি সংসদে।
ভেড়ামারা মিরপুর তথা কুষ্টিয়ার উন্নয়ন নিশ্চিত করেছি। শতভাগ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করে ভেড়ামারা মিরপুর এখন সারা দেশের রোল মডেল।
গত কয়েক দিনে তথ্যমন্ত্রী চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া, চাঁদগ্রাম, চণ্ডিপুর, কোদালিয়াপাড়া, হিড়িমদিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন বলে জানা যায়।
-এটি